ঘোষনা:
শিরোনাম :
প্রতিষ্ঠার পর থেকেই সাফল্যের সাথে কাজ করছে ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামার। সৈয়দপুরে সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দরে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ সৈয়দপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত নীলফামারীতে জেলা মহিলা আওয়ামীলীগের মানববন্ধন অভিযোগ সত্ত্বেও নির্বাচনী ফল মেনে নিলেন প্রার্থীরা নীলফামারীতে শিক্ষার্থীদের শব্দ সচেতনতামুলক প্রশিক্ষণ হলুদ সাংবাদিকতা রোধে তালিকা করা হচ্ছে; প্রেস কাউন্সিল চেয়ারম্যান নীলফামারীতে সার্বিক আইন-শৃঙ্খলা ডিউটি পরিদর্শন করেন পুলিশ সুপার নীলফামারীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন ও অর্থদন্ড অবরোধকালে চট্টগ্রাম সিটি গেট এলাকায় গাড়ি ভাংচুর, সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ, আটক ১০
প্রধানমন্ত্রী সবসময় জনগণের স্বার্থ দেখেন।

প্রধানমন্ত্রী সবসময় জনগণের স্বার্থ দেখেন।

 

ঢাকা প্রতিনিধি,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় জনগণের স্বার্থ দেখেন। তিনি দারিদ্র্য ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করে চলেছেন বলে মন্তব্য করেছেন রুশ বিজ্ঞান একডেমির ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল স্টাডিজের বৈজ্ঞানিক পরিচালক অধ্যাপক ভিতালি ভি নাওমকিন।আজ রোববার (২০ অক্টোবর) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এ মন্তব্য করেন।অধ্যাপক ভিতালি ভি নাওমকিনের ঢাকা সফর উপলক্ষে এ মিট দ্য প্রেসের আয়োজন করে বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতি।এসময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ভিতালি বলেন, আমার দৃষ্টিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় জনগণের স্বার্থ দেখেন।তিনি বলেন, বাংলাদেশ ও রাশিয়ায় উগ্রবাদের ঝুঁকি রয়েছে। দু’দেশের সামনে উগ্রবাদ ঝুঁকি মোকাবিলা বিরাট চ্যালেঞ্জ। বাংলাদেশের প্রধানমন্ত্রী এ উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করে চলেছেন।ভিতালি বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাশিয়া পাশে ছিল। এখনো রাশিয়া বাংলাদেশের পাশে রয়েছে।অধ্যাপক ভিতালি নাওমকিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী রুশ ভাষায় অনুবাদ করেছেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দীর্ঘ সাক্ষাৎকারের বই রুশ, ইংরেজি, বাংলা ও আরবি ভাষায় প্রকাশ করেছেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার আই ইগনাতভ প্রমুখ।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST