নীলফামারী প্রতিনিধি ,
নিজের দলের ভেতরে যারা ঘাপটি মেরে থেকে দুর্বৃত্তায়ন করছেন তাদের বিরুদ্ধে এ্যাকশনে নেমেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা দৃশ্যমান হয়েছে ইতোমধ্যে।
যারা দলকে ব্যবহার করে অবৈধ ভাবে বিত্ত বৈভবের মালিক হয়েছেন এমনকি যারা দলের ক্ষতি করছেন তাদের বিরুদ্ধে চলমান এই অভিযানে কেউ বাদ পড়বেন না।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার এই উদ্যোগ বিশ্বের কাছে প্রশংসীত হয়েছে।
আজ রবিবার দুপুরে(২০অক্টোবর) নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন,আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
সম্মেলনের প্রথম অধিবেশনে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া।
সকালে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন, সাবেক মন্ত্রী নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।
নুর বলেন, রাজনীতি শুধু মিছিল মিটিং আর দিবস পালন ঘিরে নয়। মানুষের কল্যানে কাজ করতে হবে। যেটা করছেন মাননীয় নেত্রী শেখ হাসিনা।
সারাদেশে উন্নয়নের যে ছোঁয়া ছড়িয়ে দিয়েছেন তিনি সেটি যেন ম্লান হয়ে না যায় নেতিবাচক কর্মকান্ডের কারণে। শুধু নিজেদের লাভবান হওয়ার চিন্তা নিয়ে কেউ যদি রাজনীতি করতে আসেন তাহলে সে সিদ্ধান্ত হবে তার জন্য আত্মঘাতি।
তিনি বলেন, আগামীতে দলকে শক্তিশালী এবং গতিশীল করার জন্য বঙ্গবন্ধু কন্যার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এজন্য প্রবীণ ও নবীণদের সমন্বয়ে দলকে সাজানো হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে বিএম মোজাম্মেল হক আরো বলেন, ক্যাসিনো জুয়া অপরাজনীতি কোনটাই ছাড় দিচ্ছেন না আমাদের নেত্রী।
তাকে হত্যার জন্য ১৯বার চেষ্টা করা হয়েছে কিন্তু আল্লাহ’র রহমতে তিনি বেঁেচ গেছেন। পরাজিত হয়েছে অপশক্তি। দেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি দিনরাত পরিশ্রম করছেন অপরদিকে বিএনপি-জামায়াত এখোনো ষড়যন্ত্র করেই চলেছে। সরকারের উন্নয়ন কাজগুলোকে ধ্বংস করে তারা দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা করছে।
সম্মেলনে আমন্ত্রীত অতিথি হিসেবে নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম,সাবেক সাংসদ জোনাব আলী এবং বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক মমতাজুল হক বক্তব্য দেন।
সম্মেলনের শুরুতে উপজেলা আওয়ামীলীগের প্রয়াত নেতাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।