স্টাফ রিপোর্টার
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পুষনা গ্রাম থেকে গতকাল সন্ধ্যায় ১শ’ ১০ পিছ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদের নেতৃত্বে একদল পুলিশ গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার উত্তর পুষনা গ্রামের কান্দু মামুদের পুত্র মাদক ব্যবসায়ী মজিদুলের (৩৫) বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে থাকার ঘরের টেবিলে লুকিয়ে রাখা ১শ’ ১০ পিছ ইয়াবা উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মজিদুল বাড়ি থেকে দ্রুত সটকে পরায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- গোপন সংবাদের মাধ্যমে মাদক ব্যবসায়ী মজিদুলের বাড়িতে ইয়াবা বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করে ১শ’ ১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।