গাইবান্ধা প্রতিনিধিঃ
গত শনিবার গোবিন্দগঞ্জের কোচাশহর বাজারে মহিমাগঞ্জ মৎসজীবী সমিতির শম্ভু চন্দ্রকে মারপিটের ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল উপজেলার শিবপুর ইউনিয়নের শ্রীমুখ গ্রামের নুরুল আমিন চেংটুর ছেলে রাসেল মিয়া (২৭), আব্দুর রশিদের ছেলে মোনারুল (২৮) ও মৃত আজাহার আলীর ছেলে অনু মিয়া (৩৫)।গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে একাধিক টিম কাজ করছে।
উল্লেখ্য, গাইবান্ধা গোবিন্দগঞ্জে সরকারি পুকুর ইজারা ক্ষেত্রে অনিয়ম সংক্রান্ত বিষয়ে ইনডিপনেডেন্ট টেলিভিশনের পাক্ষিক অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশ-এ সাক্ষাৎকার দেয়ায় স্থাানীয় মৎস্যজীবি শম্ভু চন্দ্র (৪৫)কে পরিকল্পিতিভাবে গত শনিবার মারপিট করা হয়। গুরুতর আহত অবস্থায় শম্ভুকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহত মৎস্যজীবি উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামের মৃত চৈতা হাওয়ালদারের ছেলে।
শম্ভুর পরিবার জানায়, গত শনিবার সকাল ১১টার দিকে শম্ভুকে তাঁর নিজ বাড়ি থেকে পরিকল্পিতভাবে কোচাশহরে ডেকে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাহিন মিয়া (৪৫) ও অজ্ঞাত পরিচয় কতিপয় যুবক তাকে বেদম মারপিট করে।
এদিকে শম্ভু মাঝিকে হত্যার উদ্দেশ্যে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে মারপিট করার প্রতিবাদে রবিবার বিকেলে রংপুর রেঞ্জের ডিঅইজি দেবদাস ভট্টাচার্য্য’র সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি রনজিৎ বকসী সূর্য্য’র নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তনয় দেব, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর রিমন কুমার তালুকদার, জেলা সদস্য চঞ্চল সাহা সহ রংপুর মহানগরের নেতৃবৃন্দ। তারা মৎস্যজীবি শম্ভু চন্দ্রের উপর সন্ত্রাসী হামলাকারীদেরকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছেন।