ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে নিহত ছাত্রলীগ নেতা সবুজ আলীর জানাযা অনুষ্ঠিত। নীলফামারীতে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া নীলফামারীতে ক্লুলেস হত্যা মামলার চার আসামী গ্রেফতার; পুলিশ সুপারের প্রেস ব্রিফিং নীলফামারীতে গর্ভবর্তী মায়েদের কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে স্বাস্থ্য মন্ত্রীর আহব্বান পাটগ্রামে স্বঘোষিত মুক্তিযোদ্ধা গবেষক মিঠু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন লালমনিরহাটের হাতিবান্ধায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ নদীতে মাছ ধরতে গিয়ে, লাশ হয়ে ফিরতে হলো চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, আটক পিয়ন নীলফামারীতে বিরল আ’কৃতির শি’শুর জ’ন্ম, নেই হাত-পা ও মাথা পাটগ্রামে বিভিন্ন  স্থানে অভিযান, বোমা মেশিন বিনষ্ট ও জরিমানা
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতির ওপর হামলা ।

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতির ওপর হামলা ।

লক্ষ্মীপুর প্রতিনিধি ,
লক্ষ্মীপুরের ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল চৌকিয়ার ওপর হামলা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ অস্ত্রধারীদের নিয়ে ঘটনাটি ঘটিয়েছে বলে সোহেলের ভাই শহীদ চৌকিয়া অভিযোগ করেছেন।রোববার (২০ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা নুপুর বাবু নামে একজন আহত হয়।  আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।এদিকে খবর পেয়ে রাতেই জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও জেলা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান হাসপাতালে সোহেলকে দেখতে যান।আহত সোহেলের ভাই শহীদ চৌকিয়া জানান, আধিপত্য বিস্তার করতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ মাইক্রোযোগে অস্ত্রধারীদের নিয়ে ঘটনাস্থল এসে সোহেলের ওপর হামলা করে। এ সময় এলোপাতাড়ি পিটিয়ে সোহেলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম করা হয়। সোহেল উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ায় শুভ পরিকল্পিতভাবে এ ঘটনাটি ঘটিয়েছে।অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগে নেতা মেহেদী হাসান শুভ বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ হামলার সঙ্গে আমি জড়িত নই। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তাও জানি না। আমি প্রতিহিংসার স্বীকার।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান জানান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সম্মেলন শেষে সোহেল বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থল পৌঁছালে কে বা কারা তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জিয়াউল হক বলেন, ঘটনাটি কেউ আমাদেরকে জানায়নি। তবে এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

 





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST