দিনাজপুর প্রতিনিধি,
“জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়” এ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। গতকাল ২২ অক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে এবং বিআরটিএ দিনাজপুর সার্কেল এর সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বর্ণাঢ্য র্যালীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেন, সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। চালক, মালিক, শ্রমিক ও যাত্রী সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে-মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী। র্যালী শেষে দিনাজপুর শিশু একাডেমী অডিটোরিয়ামে দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জয়নুল আবেদীন। সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুল ইসলাম, দিনাজপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ দাস, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ তরিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ।