ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে পরিবহন মালিকের দুই গ্রুপে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন সৈয়দপুরে ফিজিওথেরাপী দিবস পালন; বিনামুল্যে চিকিৎসা সেবা ও উপকরণ বিতরণ কিশোরগঞ্জে আগুনে পুড়ে ৮টি পরিবারের ঘরবাড়ি ভস্মিভুত কিশোরগঞ্জে শোভায় মুগ্ধতা ছড়াচ্ছে ঝিঙে ফুল নীলফামারীতে শৃঙ্খলা ভঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার নীলফামারীতে নেপিয়ার ঘাস চাষে লাভবান কৃষক সুপ্রিম কোর্টে রোববার থেকে অবকাশকালীন নতুন সময়সূচী তিস্তার পানিবণ্টন চুক্তির মতপার্থক্য দূর করতে হবে : পিটিআইকে প্রধান উপদেষ্টা নীলফামারীতে দূর্গা পূজা উদযাপন উপলক্ষে আলোচনা সভা ভারতে বাংলাদেশের ছয় ছাত্রনেতার ভিসা কালো তালিকাভুক্ত
ডিমলায় জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।

ডিমলায় জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ,
‘‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন, সকলের হাত, পরিস্কার থাক” এবারের এই প্রতিপাদ্যে পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস, অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৯।গতকাল মঙ্গলবার (২২-অক্টোবর) সকালে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বে-সরকারী সংস্থা কেয়ার বাংলাদেশ ও পল্লীশ্রী’র সহযোগিতায় দিবসটিতে জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজ এবং বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ।

উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের ডি.পি.এইচ.ই মেকানিক ইয়াকুব আলী পিন্টু’র সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিঠুন কুমার রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার রেজাউল হাসান, উপজেলা পাট অফিসার মহিবুর রহমান লোহানী, পল্লীশ্রী রি-কল প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন, কেয়ার বাংলাদেশ এর ওয়াস অফিসার আফসার আলী আকন্দ প্রমুখ।আলোচনায় বক্তারা, জনস্বাস্থ্যের মান উন্নয়ন ও তার অগ্রযাত্রায় বর্তমান সরকারের ভূয়সী প্রসংশা করে বলেন, অক্টোবর মাস স্যানিটেশন মাস। আসুন আমারা নিজেই সুস্থ্য থাকার কাজগুলো করি অন্যকেও উৎসাহিত করি। আমরা জানি সারা দেশের জনস্বাস্থ্যোর জন্য জেলা-উপজেলা সহ গ্রাম পর্যায়ে সরকার নানা উদ্যোগ গ্রহন করেছেন। যা এখন দেশের আনাচে-কানাচে এসব উদ্যোগের বিষয়ে সচেতনামূলক বিভিন্ন সভা সেমিনার করে তুলে ধরছেন জিও এনজিও এর কর্মীরা।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST