সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ,
বিগত মাসে আইনশৃঙ্খলারক্ষাসহ সার্বিকভাবে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে নীলফামারী জেলার সৈয়দপুর থানার সাব-ইন্সপেক্টর সাহিদুর রহমানকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য তার কার্যালয়ে এ সম্মাননা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনসহ রংপুরের অন্যান্য জেলার পুলিশ সুপার ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।