গ্রামপোষ্ট ডেস্ক,
জীবন যুদ্ধে হার না মানা উজ্জ্বল, তারুণ্যদীপ্ত কিশোরগঞ্জের অদূরে কেল্লা বাড়ি কাঠগাড়ির অঝো পাড়া গায়ের প্রতিবন্ধী মেহেদি হাসান বাবু। পেশায় একজন ফেরিওয়ালা। সে রংপুর বিভাগের প্রতিটি জেলা-উপজেলায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাট, বাজারের মোড়ে মোড়ে ব্রাশ কলম বিক্রি করে সংসার চালান।পিতা-মাতার সংসারে অভাব অনটনের কারনে লেখা পড়া শিখতে পারেনি। নবম শ্রেণী পাশ করার পর তাকে ধরতে হয়েছে সংসারের হাল। এক পায়ের উপড় ভর করে অবিরাম ছুটতে হয় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ২ছেলে, ১মেয়ে, স্ত্রী আর বৃদ্ধ বাবা-মা কে নিয়ে তার জীবন সংসার ।সারা দিন কলম আর ব্রাশ বিক্রি করে যা আয় হয় তা দিয়ে চলে কোন রকমে তার সংসার ।.ফেসবুক থেকে নেয়া। খবর বিজ্ঞপ্তি ।