ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে নিহত ছাত্রলীগ নেতা সবুজ আলীর জানাযা অনুষ্ঠিত। নীলফামারীতে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া নীলফামারীতে ক্লুলেস হত্যা মামলার চার আসামী গ্রেফতার; পুলিশ সুপারের প্রেস ব্রিফিং নীলফামারীতে গর্ভবর্তী মায়েদের কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে স্বাস্থ্য মন্ত্রীর আহব্বান পাটগ্রামে স্বঘোষিত মুক্তিযোদ্ধা গবেষক মিঠু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন লালমনিরহাটের হাতিবান্ধায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ নদীতে মাছ ধরতে গিয়ে, লাশ হয়ে ফিরতে হলো চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, আটক পিয়ন নীলফামারীতে বিরল আ’কৃতির শি’শুর জ’ন্ম, নেই হাত-পা ও মাথা পাটগ্রামে বিভিন্ন  স্থানে অভিযান, বোমা মেশিন বিনষ্ট ও জরিমানা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ২০ টি বাস দিয়েছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ২০ টি বাস দিয়েছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

সিলেট প্রতিবেদক ,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ২০ টি বাস দিয়েছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আজ শুক্রবার বিকেলে সিলেট নগরীর মির্জাজাঙ্গালে এক অনুষ্ঠানের মাধ্যমে বাসগুলো শাবি উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল (শনিবার) অনুষ্ঠিত হবে। এবার প্রায় ৭১ হাজার শিক্ষার্থী দেশের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। এজন্য পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের হয়রানি কমাতে এবং বিনা ভাড়ায় পরিবহনে ২০টি বাস দিয়েছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
অনুষ্ঠানে সিলেট চেম্বার সভাপতি এটিএম শোয়েব, সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, সহ-সভাপতি তাহমিন আহমেদ, পরিচালক এহতেশামুল হক চৌধুরী, ফখর উদ্দিন আলী আহমদ, সহিদুর রহমান, মুশফিক জায়গীরদার, হুমায়ুন আহমদ, খন্দকার ইসরার আহমদ রকি, মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে চেম্বার সভাপতি এটিএম শোয়েব বলেন, এবার প্রায় ৭১ হাজার পরীক্ষার্থীর সঙ্গে তাদের অভিভাবক মিলিয়ে প্রায় দুই লাখ মানুষের বাড়তি চাপ পড়েছে সিলেটে। পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে পরিবহন সংকট নিয়ে শাবি কর্তৃপক্ষ চিন্তিত ছিল। এ নিয়ে আমাদের কাছে ভিসি সহযোগিতা চাইলে আমরা ২০টি বাস সরবরাহ করেছি। এসব বাস বিভিন্ন পয়েন্ট থেকে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবে।’তিনি জানান, চেম্বারের ৩০ জন স্বেচ্ছাসেবকও পরীক্ষার্থীদের সহযোগিতা করবেন। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে দিকনির্দেশনামূলক সাইনবোর্ডও লাগিয়েছেন তারা।শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গেও জড়িত ছিলাম। কিন্তু এবার সিলেটে শাবির ভর্তি পরীক্ষা নিয়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, হোটেল মালিকসহ সবার যে সহযোগিতা পাচ্ছি, তাতে অভিভূত। ড. ফরিদ উদ্দিন আহমেদ আরও বলেন, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করতে সব পদক্ষেপ নেয়া হয়েছে। এবার ৪৬টি কেন্দ্রে পরীক্ষা হবে। কোনো অনিয়মের সুযোগ নেই।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST