জলঢাকা (নীলফামারী প্রতিনিধি ,
নীলফামারীর জলঢাকায় বুড়ি তিস্তা নদীতে বালু উত্তোলনের ড্রামে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শৌলমারী ইউনিয়নের গোপালঝাড় চেয়ারম্যানপাড়া বুড়ি তিস্তা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু দুটি হলো রাজমিস্ত্রি মোশারফ হোসেনের মেয়ে মীম (৭) এবং আব্দুল কাইয়ুম এর মেয়ে সিতু (৭)। তারা দুজনেই গোপালঝাড় বসুরিয়া পাড়া সরকারি প্রাকপ্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ও স্বজনর জানায় শিশু দুটি দুপুরে স্কুল থেকে এসে বিস্কুট খেয়ে পাশ্ববর্তী বুড়ি তিস্তা নদী এলাকায় যায়। সেখানে রাখা বালু উত্তোলন জন্য ব্যবহৃত ড্রামে খেলতে গিয়ে একজন পানিতে পরে যায়। অপর শিশু সহপাঠিকে বাচাতে গিয়ে সেও পানিতে ডুবে যায়। এসময় তাদের দুজনেরই মৃত্যু হয়। এ বিষয়ে শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রাণজিৎ রায় পলাশ বলেন দুর্ঘটনার সংবাদ পেয়ে আমি তাৎক্ষনিক গ্রাম পুলিশ ও ইউপি সদস্যকে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনের সকল সরঞ্জামাদি জব্দ করার নির্দেশ দিয়েছি।