ঘোষনা:
শিরোনাম :
ডোমারে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামে ঘোষণা দিয়ে হত্যা, গ্রেফতার ৪  প্রধানমন্ত্রীর নের্তৃত্বে নীলফামারীতে সর্বস্তরে উন্নয়ন হয়েছে, আসাদুজ্জামান নূর এমপি নীলফামারীতে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন সাতক্ষীরার কলারোয়ায় শ্যালকের ঘরে পেট্রোলের আগুন, অগ্নিদগ্ধ-৩, আটক -১ ডিমলায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি প্রধানমন্ত্রীর নের্তৃত্বে নীলফামারীতে ইপিজেড হয়েছে, আসাদুজ্জামান নূর এমপি নীলফামারী জেলা পুলিশের আয়োজনে বিনা মূল্যে চোখের ছানি অপারেশন। চট্টগ্রামে ছুরিকাঘাতে নাইটগার্ড নিহত নীলফামারীতে ভুয়া পরীক্ষার্থী আটক।
নীলফামারীতে কমিউনিটি পুলিশিং-ডে ২০১৯ উপলক্ষে র‌্যালী,আলোচনা সভা ।

নীলফামারীতে কমিউনিটি পুলিশিং-ডে ২০১৯ উপলক্ষে র‌্যালী,আলোচনা সভা ।

আতিকুল ইসলাম নীলফামারী,
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী, সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে পালিত হলো কমিউনিটি পুলিশিং-ডে ২০১৯। দিবসটি উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় থানা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র ও নীলফামারী কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন, অনুষ্ঠানে প্রধান অতিথি নীলফামারী -০১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এমপি, জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম, বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মির্জা মুরাদ হাসান বেগ, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, প্রমূখ।

নীলফামারী কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ও জেলা পুলিশের সহযোগীতায় আলোচনা সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, প্রথম শ্রেণির ঠিকাদার প্রকৌশলী এসএম শফিকুল ইসলাম ডাবলু প্রমূখ।
পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম বলেন, জেলা পুলিশের সঙ্গে হাতে হাত রেখে কাজ করে যাচ্ছে জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম। তারা প্রতিনিয়ত আমাদের সাথে ছোট বড় কাজে সহযোগীতা চালিয়ে যাচ্ছে, যা একদিন সাফল্য ও আলোড়ন সৃষ্টি করবে বলে তিনি মনে করেন।
বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বলেন, কমিউনিটি পুলিশিং হচ্ছে মানুষের সঙ্গে পুলিশের আস্থার একটি সেতুবন্ধন। মাদক-জঙ্গী ও সন্ত্রাস নির্মুল করে সমাজকে সচেতন রাখার জন্য জেলা কমিউনিটি পুলিশিং এর অবদান থাকতে হবে অনেক বেশী। এ ব্যাপারে মাদক-জঙ্গীবাদ সন্ত্রাসীদের সমাজ থেকে বিতাড়িত করতে পুলিশকে অবহিত করবে কমিউনিটি পুলিশিং বলে মনে করেন তিনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান। সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়া জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর থানায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালন করা হয়।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST