নীলফামারী প্রতিনিধি ॥
রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডে মারা গেছেন নীলফামারীর জলঢাকার রুমকী আক্তার ও তার স্বামী মাকসুদুর রহমান জেমী।
রুমকী ও মাকসুদুর দুজনই ঐ ভবনের হেরিটেজ এয়ার ট্রাভেল এজেন্সিস নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অগ্নিকান্ডের সময় দুজনই সেই ভবনে ছিলেন।
নিহত রুমকী জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বিন্যাকুড়ি গ্রামের আশরাফ আলীর মেয়ে। তিন বছর আগে রাজধানীর গেন্ডারিয়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে মাকসুদুর রহমান জেমীর সাথে বিয়ে হয় রুমকীর।
বিয়ের পর থেকে স্বামীর গেন্ডারীয়ার বাসায় বসবাস করে আসছেন তিনি। রুমকী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলো বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
আজ শুক্রবার দুপুরে রুমকীর মরদেহ জলঢাকায় গ্রামের বাড়িতে আসলে শুরু হয় শোকের মাতম। বাবা-ভাইসহ পরিবারের সদস্য ও এলাকার মানুষ কান্নায় ভেঙ্গে পড়েন। দুপুর আড়াইটায় নিজ গ্রামে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার মরদেহ।