ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীর জলঢাকায় শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন,উন্নয়ন সমানভাবে করা হবে, নীলফামারীতে শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতা নীলফামারীর ডিমলায় জমি দখল-নিরুপায় স্কুল শিক্ষিকা নীলফামারীর নীলসাগরে পাখিদের আবাসস্থলসহ খাবার করেছেন জেলা প্রশাসক রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু।
কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার ইয়াবা বড়িসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার ইয়াবা বড়িসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

টেকনাফ,কক্সবাজার, প্রতিনিধি ॥

কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার ইয়াবা বড়িসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এর মধ্যে ১৩ রোহিঙ্গা নাগরিকের পেটের ভেতর থেকে ৪৩ হাজার ও তিনজন বাংলাদেশিসহ দুজন রোহিঙ্গার কাছ থেকে আরও ৭ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল। এক্স–রের মাধ্যমে পেটের ভেতর থাকা এসব ইয়াবা চিহ্নিত করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আনিস উল্লাহ (২৬), আমান উল্লাহ (৩৩), আনোয়ার সাদেক (১৬), মো. সালাম (৪০), জাফর আলম (২৮), দোস্ত মোহাম্মদ (১৯), মোহম্মদ ইমরান (২৫), হোসেন আহমদ (১৯), দিলদার মিয়া (২৪), রজিম উল্লাহ (১৯), আমান উল্লাহ (১৯), মোহাম্মদ ইদ্রিস (২৫), ইমাম হোসেন (২০)। এঁদের সবার বাড়ি মিয়ানমারে মংডু শহরের বুড়া সিকদারপাড়া ও খেয়ারি প্রাং গ্রামে।
তিন বাংলাদেশি হলেন উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়ার মো. শরীফ ওরফে আমির হোসেন (৩৫), রঙ্গিখালীর লামারপাড়ার সব্বির আহমদ (২৫) ও নাট মোরাপাড়ার কামাল হোসেন (১৯)। অপর দুই রোহিঙ্গা হলেন মিয়ানমারের মংডুর বাসিন্দা জাফর আলম (৩৫) ও খায়ের হোসেন (৫০)।
সোমেন মণ্ডল বলেন, শুক্রবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে হ্নীলার চৌধুরীপাড়া এলাকায় মোহাম্মদ শরীফ ওরফে আমির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১৫ রোহিঙ্গা নাগরিকসহ তিন বাংলাদেশি আটক করা হয়। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অধিকাংশ রোহিঙ্গা নাগরিকের পেটের ভেতর ইয়াবা রয়েছে বলে স্বীকারোক্তি পাওয়া যায়। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা রুজু করে আসামিদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটক রোহিঙ্গাদের বরাত দিয়ে সোমেন মণ্ডল আরও জানান, ওই দিন রাতে তাঁরা (১৫ রোহিঙ্গা) মিয়ানমার থেকে এসব ইয়াবা নিয়ে নাফ নদী হয়ে একটি নৌকায় করে আমির হোসেনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST