নীলফামারী প্রতিনিধি ॥
নীলফামারীর সদরে পুরাতন স্টেশন এলাকায় সুবহানের গোয়াল ঘরে দলবল নিয়ে আগুন লাগানোর অভিযোগ করেছে সুবহান।
গত শনিবার সকালে জমিজমা সংক্রান্তর জের ধরে একই এলাকার বাসিন্ধা মৃতঃ শাহাদ্দি মামুদের ছেলে আউয়ালসহ তার ভাড়াটিয় লোকজন সুবহানের গোয়াল ঘরে আগুন দেয়।এতে বাধা দিতে গেলে লাঠি,ছোরা দিয়ে তাদের ভয়ভিতি প্রদর্শন করে।মেরে ফেলার হুমকিও দেয় বলে সুবহান ও তার পরিবারের লোকজন অভিযোগ করে।এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।