নীলফামারী প্রতিনিধি ॥
নীলফামারীর লক্ষিচাপ ইউনিয়ন পরিষদে ভি জি ডি চাল বিতরন হয়েছে।গত রবিবার সকালে ইউপি ভবনে দুস্থ মাতার এই চাল বিতরন করেন ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন,সচিব রাজু আহমেদ,ইউপি সদস্য সাইদুজ্জামান চৌধূরী,তুলশী রাম রায়।দুস্থ মহিলা উন্নয় প্রকল্পের মাধ্যমে ৩০ কেজি চালের সাথে ৩ শত গ্রাম পুষ্ঠি চালের সাথে সর্ব মোট ৩ কেজি ৩ শত গ্রাম চাল পাচ্ছে দুস্থ মহিলারা।চাল পেয়ে খুশি রুনী আক্তার,বলেন,চাল পেয়ে আমার সংসারে ভাতের কস্ট নাই।না হলে উপোশ থাকতে হতো । জেলা সদরে মোট ভিজিএফ ৩১৭৬ টি কার্ডের অনুকুলে ৯৫.২৮০ মেঃ টন চাল বরাদ্দ দেয়া হয়।