ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
অষ্টমবারের মতো সাইকেল লেন দিবস পালিত।

অষ্টমবারের মতো সাইকেল লেন দিবস পালিত।

‘সাইকেল লেন দিবস’র শোভাযাত্রার অতিথিরা

ঢাকাঢাকা প্রতিবেদক,

ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো ‘সাইকেল লেন দিবস’। প্রতি বছর এপ্রিল মাসের প্রথম শুক্রবার দেশে দিবসটি সাইক্লিস্টদের পক্ষ থেকে পালন করা হয়। এবার অষ্টমবারের মতো দিবসটি উদযাপিত হলো।

শুক্রবার (৫ এপ্রিল) ‘দেশের জ্বালানী সাশ্রয়, যানজট রোধে সাইক্লিংকে উৎসাহিত করুন’ প্রতিপাদ্য নিয়ে এবারের সাইকেল লেন দিবস পালিত হয়েছে। আয়োজনের অংশ হিসেবে শুরুতেই এদিন সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। সাইকেল লেন পরিষদের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এই শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার সম্পাদক ড. এম হেলাল। এছাড়াও ব্রেণ্ড লাইফ এন্ড হাসপাতালের ব্যবস্থাপক ফকরুল হোসেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত মহা ব্যবস্থাপক এসানুল আজিজ, লেখক ও গবেষক আল আমিন বিন হাসিম, বিশিষ্ট ক্রীড়াবিদসহ অনেকে উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে এক সভায় পরিষদের পক্ষ থেকে বলা হয়, দেশের সাইক্লিস্টদের পথচলার মাধ্যমে  লাল সবুজের পতাকা বহির্বিশ্বে সুপরিচিত হচ্ছে।  সাইকেল লেন দিবস হচ্ছে  সাইক্লিস্টেদের সম্মান জানানো। সাইক্লিসটদের ঐতিহ্য-সুস্বাস্থ্য জাতি গঠন ও নিরাপদ পথের তাগিদ দেওয়া। একই সাথে  সচেতনতামূলক স্লোগান সৃষ্টিতে এগিয়ে চলার নাম ‘সাইকেল লেন দিবস’।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST