খুলনা প্রতিবেদক ॥
খুলনার উপকূলীয় কয়রা অঞ্চলে প্রচণ্ড ঝড় বইতে শুরু করেছে। আজ শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটে আকাশ কালো হয়ে ঝড় বইতে শুরু করে। এ সময় রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। কয়রা শহর খুলনা সদর থেকে সড়ক পথে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে। ঘূর্ণিঝড় ফণীতে যে কয়টি জনপদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, এর মধ্যে কয়রা একটি।
খুলনা আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, ফণীর অগ্রভাগের প্রভাব পড়েছে উপকূল এলাকায়। এতে কয়রায় ঝড়ো হাওয়া বইছে ও বৃষ্টিপাত হচ্ছে।
সকালেও কয়রা এলাকায় রোদ ছিল। এলাকার মানুষ অনেকেই ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে (সাইক্লোন সেন্টার) যেতে চাইছিলেন না। প্রশাসন অনেক চেষ্টা করেও তাদের নিতে পারছিলেন না। সকাল সাড়ে ১০টার দিকে আকাশে মেঘ ঘনিয়ে আসতে ও বাতাস বইতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের গতি বাড়তে থাকে।
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে এর মধ্যে জোয়ারের পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে কয়েক ফুট বেড়ে গেছে। এতে কয়রার কিছু জায়গায় বাঁধ উপচে লোনা পানি লোকালয়ে ঢুকে পড়ছে।
খুলনা আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, ‘ফণী ঘূর্ণিঝড়টি এখন মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। আজ মধ্যরাত নাগাদ এটা খুলনার উপকূল এলাকা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ইতিমধ্যে আবহাওয়া অবনতি হতে শুরু করেছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’