ঢাকা প্রতিবেদক ,
ঘূর্ণিঝড় ফণীর কারণে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ রুটের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট দুটি হলো ঢাকা-যশোরের বিজি ৪৬৭ এবং যশোর-ঢাকা বিজি ৪৬৮। এ ছাড়া আন্তর্জাতিক রুটে ঢাকা-কলকাতার বিজি-০৯৫ নম্বরের আজকের ফ্লাইটটি আগামীকাল শনিবার সকালে ছাড়বে।
বিমানের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ গ্রামপোষ্টকে বলেন, বিজি ৪৬৭ নম্বর ফ্লাইটটি আজ সন্ধ্যা সোয়া ছয়টায় ঢাকা থেকে যশোরের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এবং বিজি-৪৬৮ নম্বর ফ্লাইটটি যশোর থেকে ছাড়ার সময় নির্ধারণ করা ছিল আজ সন্ধ্যা সাড়ে সাতটায়।
এ ছাড়া আজকের ঢাকা-কলকাতা বিজি ০৯৫ ফ্লাইটটি আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত দেরি করানো হয়েছে। ঘূর্ণিঝড় ফণীর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিমানের অন্যান্য রুটের আজকের ফ্লাইটগুলো নির্ধারিত সময়েই ঢাকা ছেড়ে যাবে বলে জানান তিনি।