ঢাকা প্রতিবেদক ,
বিএনপি চেয়ারপান খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।
শুক্রবার (১৭ মে) বেলা ১১টায় বিজয়নগর থেকে শুরু হয়ে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। এসময় খালেদা জিয়ার মুক্তি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে কয়েকশ নেতাকর্মী মিছিলে অংশ নেয়।
টিএস আইয়ুব আরো বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে কারাগারে আটক করে রাখা হয়েছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এই দেশের মানুষ বারবার জীবন দিয়েছে। কিন্তু আজ দেশ থেকে গণতন্ত্র বিতাড়িত করে দেওয়া হয়েছে। তাই গণতন্ত্রকে মুক্ত করতে হলে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হলে গণতন্ত্রের মূর্ত প্রতীক খালেদা জিয়াকে মুক্ত করতেই হবে।