তৌফিক এলাহী, স্টাফ রিপোর্টার:
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় নীলফামারীর সদরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। আজ রবিবার সকালে উত্তরা ইপিজেড, ঢেলাপীর বাজার ও তৎসংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। অভিযানে বিভিন্ন অভিযোগের আওতায় মোট ১১ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
উত্তরা ইপজেডে এলাকার সৌরভ হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিককে ৪৩ নম্বর ধারায় ছয় হাজার টাকা, ঢেলাপীর বাজারের ভাই ভাই হোটেলে ৪২ নম্বর ধারায় তিন হাজার টাকা এবং একই এলাকার আরেকটি মুদি দোকানে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান নীলফামারী জেলার বাজার তদারকি কর্মকর্তা মো.শামসুল আলম।
তিনি জানান, রবিবার সকাল থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন এলাকায় অভিযান চললেও তিনটি প্রতিষ্ঠানের মালিককে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকলে বিক্রেতারা সঠিক মান বজায় রেখে পণ্য বিক্রি করবে। পাশাপাশি পণ্যের দাম নিয়েও ভোক্তাদের আর অভিযোগ থাকবে না বলে মনে করেন তিনি।