আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে জয় পায় মরক্কো। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত করে ফ্রান্স। সেমিফাইনালে একে অন্যের মুখোমুখি হবে এই দুই দল।
সেমিফাইনালে যাওয়ায় ফ্রান্সের রাজধানী প্যারিসে পতাকা উড়িয়ে এবং হর্ন বাজিয়ে বিজয় উদ্যাপন করছিল উভয় দলের সমর্থকেরা। এসময় দুইদলের সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে।
নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয় অসংখ্যক পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে টিয়ার গ্যাসের ছোড়ে পুলিশ ।
পুলিশের সাথে সংঘর্ষের সময় আশপাশের দোকানপাটে ভাঙচুর চালায় সমর্থকরা। এ ছাড়া প্যারিসের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়।