মাদারীপুর ,প্রতিনিধি,
মাদারীপুরের শিবচর থেকে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১০ জুলাই) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু নাইম এ তথ্য জানান। এর আগে, মঙ্গলবার (৯ জুলাই) দিনগত রাতে উপজেলার কাঁঠালবাড়ী ফেরিঘাট থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকার হাবিবুর রহমানের ছেলে মনির হোসেন (৩৭) ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাটখোলার চর এলাকার আকমল শেখের ছেলে শাখাওয়াত হোসেন (৩৩)। ওসি মোহাম্মদ আবু নাইম জানান, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার দিনগত রাতে উপজেলার কাঁঠালবাড়ী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৫০০ পিস ইয়াবা। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবচর থানায় মামলা দায়ের করে বুধবার সকালে তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।