ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে নিহত ছাত্রলীগ নেতা সবুজ আলীর জানাযা অনুষ্ঠিত। নীলফামারীতে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া নীলফামারীতে ক্লুলেস হত্যা মামলার চার আসামী গ্রেফতার; পুলিশ সুপারের প্রেস ব্রিফিং নীলফামারীতে গর্ভবর্তী মায়েদের কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে স্বাস্থ্য মন্ত্রীর আহব্বান পাটগ্রামে স্বঘোষিত মুক্তিযোদ্ধা গবেষক মিঠু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন লালমনিরহাটের হাতিবান্ধায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ নদীতে মাছ ধরতে গিয়ে, লাশ হয়ে ফিরতে হলো চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, আটক পিয়ন নীলফামারীতে বিরল আ’কৃতির শি’শুর জ’ন্ম, নেই হাত-পা ও মাথা পাটগ্রামে বিভিন্ন  স্থানে অভিযান, বোমা মেশিন বিনষ্ট ও জরিমানা
এরশাদের শরীরের বেশ কিছু ফাংশনে উন্নতি হয়েছে। জিএম কাদের ।

এরশাদের শরীরের বেশ কিছু ফাংশনে উন্নতি হয়েছে। জিএম কাদের ।

 

সংবাদ সম্মেলনে জিএম কাদেরসহ জাপার নেতারা। ছবি:গ্রাম পোষ্ট

ঢাকা  প্রতিবেদক ,
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা গত তিন থেকে চারদিন ধরে অপরিবর্তিত রয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত নয়।

বুধবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে ‘এরশাদের শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত’ সংবাদ সম্মেলনে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের একথা জানান।

তিনি বলেন, তার (এইচ এম এরশাদ) শারীরিক অবস্থা কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হলেও অনেক ক্ষেত্রে অবনতি হয়েছে।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের বরাত দিয়ে জিএম কাদের জানান, সাত-আট দিন এভাবে অবস্থা অপরিবর্তিত থাকলে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে যাবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

‘পার্টির চেয়ারম্যানকে (এরশাদ) আজ আবারও ডায়ালাইসিস (হেমো ডায়া ফিল্টারেশন এবং হেমো পারফিউশন) দেওয়া হচ্ছে। তার হজমের স্বাভাবিক প্রক্রিয়া এখনও অচল। সার্বিকভাবে প্রথম দিকে তার অবস্থার অবনতি হলেও আজ তিন-চারদিন ধরে অপরিবর্তিত রয়েছে।’

জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেন, ভেন্টিলেশনের মাধ্যমেই এরশাদকে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে। তবে তার শরীরের বেশ কিছু ফাংশনে উন্নতি হয়েছে।

‘সকাল ১১টায় আমি সিএমএইচে তাকে দেখতে গিয়েছিলাম। তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ডাক দিলে চোখ মেলার চেষ্টা করছেন।’

বিদেশে নিয়ে যাওয়া বা বিদেশ থেকে চিকিৎসক আনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। উনার কাজগপত্র দেখানো হলে চিকিৎসকেরা পরিষ্কারভাবে না করে দিয়েছেন। সেটা ভেরি ভেরি রিস্কি। আর বাইরে থেকে চিকিৎসক আনার মতও অবস্থা নেই। এখানকার চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। তারা দেশ ও দেশের বাইরের চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, সিনিয়র নেতা এসএম ফয়সল চিশতী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন প্রমুখ উপস্থিত ছিলেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST