ঘোষনা:
শিরোনাম :
সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন ঈদে বাড়ি ফেরা হলো না, শিশু সন্তান সহ পরিবারের  ঈদে ৫ দিন বন্ধের পরে, সাতক্ষীরা স্থলবন্দরে আমদানী-রপ্তানী শুরু, কর্মচাঞ্চল্য বাগেরহাটে পুকুরে স্যাটেলাইট কুমির উদ্ধার, অবমুক্ত সুন্দরবনে
ভারতে বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর ।

ভারতে বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর ।

 

তসলিমা নাসরিন

আন্তর্জাতিক ডেস্ক ,
ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনের ভিসার (রেসিডেন্স পারমিট ভিসা) মেয়াদ তিন মাস থেকে বাড়িয়ে এক বছর করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর ফলে ২০২০ সালের জুলাই মাস পর্যন্ত তসলিমা নাসরিন ভারতে থাকতে পারবেন বলে রোববার (২১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র পিটিআইকে জানান, গত সপ্তাহে ৫৬ বছর বয়সী এ লেখককে তিন মাসের রেসিডেন্স পারমিট দেওয়া হয়। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লেখা এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র উদ্দেশে ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর করতে অনুরোধ জানান তসলিমা।

ওই পোস্টে তসলিমা লেখেন, ‘অমিত শাহ জি, ভারতে বসবাসের অনুমতি দিয়ে আমার ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। কিন্তু, আমি অবাক হয়েছি এ ভিসা মাত্র তিন মাসের জন্য। আমি বরাবর পাঁচ বছরের ভিসার জন্য আবেদন করি, আমাকে দেওয়া হয় এক বছর করে। রাজনাথ জি আমাকে আশ্বস্ত করেন যে, আমি ৫০ বছরের ভিসা পেতে পারি। ইন্ডিয়া আমার একমাত্র বাড়ি। আমি নিশ্চিত আপনি আমাকে উদ্ধার করবেন।’

এর কয়েকদিন বাদেই তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর প্রতিক্রিয়ায় টুইটারে করা আরেক পোস্টে তসলিমা বলেন, ‘টুইটার খুব শক্তিশালী। ১৬ জুলাই আমি টুইট করি, আমার রেসিডেন্স পারমিট বাড়ানো হয়নি। পরের দিনই এটি বাড়ানো হয়, যদিও তিন মাসের জন্য। টুইটারের অনেক বন্ধু সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দীর্ঘমেয়াদি ভিসার জন্য অনুরোধ জানান। এটি এক বছরের জন্য বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত বদলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ। টুইটার বন্ধুদের ভালোবাসা।’

সুইডেনের নাগরিকত্ব পাওয়া তসলিমা নাসরিন ২০০৪ সাল থেকে নিয়মিতভাবে ভারতে বসবাস করছেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST