ঘোষনা:
শিরোনাম :
প্রতিষ্ঠার পর থেকেই সাফল্যের সাথে কাজ করছে ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামার। সৈয়দপুরে সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দরে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ সৈয়দপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত নীলফামারীতে জেলা মহিলা আওয়ামীলীগের মানববন্ধন অভিযোগ সত্ত্বেও নির্বাচনী ফল মেনে নিলেন প্রার্থীরা নীলফামারীতে শিক্ষার্থীদের শব্দ সচেতনতামুলক প্রশিক্ষণ হলুদ সাংবাদিকতা রোধে তালিকা করা হচ্ছে; প্রেস কাউন্সিল চেয়ারম্যান নীলফামারীতে সার্বিক আইন-শৃঙ্খলা ডিউটি পরিদর্শন করেন পুলিশ সুপার নীলফামারীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন ও অর্থদন্ড অবরোধকালে চট্টগ্রাম সিটি গেট এলাকায় গাড়ি ভাংচুর, সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ, আটক ১০
ভারতীয় ছবির সুরকার খৈয়াম আর নেই ‘কাভি কাভি মেরে দিল মেঁ’,ইন আঁখো কি মাস্তি’, ‘তেরে চেহরে সে নজর’,

ভারতীয় ছবির সুরকার খৈয়াম আর নেই ‘কাভি কাভি মেরে দিল মেঁ’,ইন আঁখো কি মাস্তি’, ‘তেরে চেহরে সে নজর’,

বিনোদন ডেস্ক ,

ভারতীয় ছবির সুরকার খৈয়াম আর নেই । ‘কাভি কাভি মেরে দিল মেঁ’, ‘ম্যায় পল দো পল কা শায়ের হুঁ’, ‘ইন আঁখো কি মাস্তি’, ‘তেরে চেহরে সে নজর’, ‘মোহাব্বত বড়ে কাম কি’, ‘আ যা রে ও মেরে’, ‘পেয়ার কা দর্দ হ্যায়’সহ অসংখ্য জনপ্রিয় গানের সুরকার মোহাম্মদ জহুর খৈয়াম হাশমি (৯৩) আর কোন দিন হারমনিয়ামে তার জীবন্ত সুর তোলা হবে না। তিনি আর নেই। গতকাল সোমবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় মুম্বাইয়ের সুজয় হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী জগজিৎ কাউরকে রেখে গেছেন। তিনিও গুরুতর অসুস্থ।
টুইটারে ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর লিখেছেন, ‘সংগীতের একটা যুগে অবসান হলো।’ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘অনেক ভালো গান আর সুরের জন্য তাঁকে মনে রাখবে আসমুদ্রহিমাচল।’ ‘উমরাও জান’ (১৯৮১) ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মোহাম্মদ জহুর খৈয়াম হাশমি। ভারতের সংগীতজগতে ‘খৈয়াম’ নামে তিনি পরিচিত। এ ছাড়া ‘কাভি কাভি’ (১৯৭৬) ও ‘উমরাও জান’ ছবি দুটির জন্য পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। ফিল্মফেয়ার তাঁকে আজীবন সম্মাননা দিয়েছে ২০১০ সালে। পরের বছর সংগীতে অবদান রাখার জন্য ভারতের সরকার তাঁকে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করে। খৈয়াম আরও পেয়েছেন সংগীত নাটক একাডেমি পুরস্কার (২০০৭) ও হৃদয়নাথ পুরস্কার (২০১৮)।

ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ ইউনিয়নের প্রেসিডেন্ট বি এন তিওয়ারি সংবাদমাধ্যমকে আগেই জানিয়েছেন, খৈয়ামের ফুসফুসে মারাত্মক সংক্রমণ হয়েছে। পাশাপাশি ছিল বার্ধক্যজনিত নানা সমস্যা। ১৫ আগস্ট সংকটাপন্ন অবস্থায় খৈয়ামকে সুজয় হাসপাতালে আনা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

খৈয়ামকে অনেক দিন থেকে দেখাশোনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তালাত আজিজ। সংবাদমাধ্যমকে তিনি জানান, খৈয়ামের মৃতদেহ গতকাল তাঁর বাসায় রাখা হয়েছে। আজ মঙ্গলবার মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির ফোর বাঙ্গালোজ কবরস্থানে খৈয়ামকে দাফন করা হবে।

১৯২৭ সালে তৎকালীন ব্রিটিশশাসিত ভারতের অবিভক্ত পাঞ্জাবের নয়নেশ্বর জেলায় খৈয়ামের জন্ম। এরপর দিল্লি যান গান শেখার জন্য। সেখান থেকে পাকিস্তানের লাহোরে গিয়ে প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক বাবা গোলাম আহমেদ চিশতির সঙ্গে কাজ করেন। ওই সময় তিনি চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অংশ নেন।

১৭ বছর বয়সে লুধিয়ানায় এসে খৈয়াম সংগীত নিয়ে কাজ শুরু করেন। বলিউডে তিনি প্রথম কাজ করেন ‘ফুটপাত’ (১৯৫৩) ছবিতে। এরপর পুরো পাঁচ দশকে তিনি ৩৭টি ছবির গানের সুর ও সংগীত পরিচালনা এবং আবহসংগীতের কাজ করেন। তাঁর বেশির ভাগ ছবির গান খুব জনপ্রিয় হয়। ১৯৬১ সালে ‘শোলা অউর শবনম’ ছবির গানে সুর দিয়ে তিনি সবার নজর কাড়েন। সেই শুরু! এরপর ‘ত্রিশূল’, ‘বাজার’, ‘উমরাও জান’, ‘কাভি কাভি’, ‘নুরি’, ‘রাজিয়া সুলতান’সহ অসংখ্য ছবির গান তাঁকে অন্য উচ্চতায় নিয়ে যায়।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST