ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীর ডিমলায় জমি দখল-নিরুপায় স্কুল শিক্ষিকা নীলফামারীর নীলসাগরে পাখিদের আবাসস্থলসহ খাবার করেছেন জেলা প্রশাসক রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু। নীলফামারীতে মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্কের উদ্বোধন নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
পদ হারিয়েছেন জিএম কাদের,বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ

পদ হারিয়েছেন জিএম কাদের,বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ

দলের অভ্যন্তরীণ বিবাদে কো-চেয়ারম্যান পদের পর বিরোধীদলীয় উপনেতার পদ হারিয়েছেন জাপা চেয়ারম্যানের ছোট ভাই জিএম কাদের। নতুন বিরোধীদলীয় উপনেতা হয়েছেন এরশাদপত্নী রওশন এরশাদ।

গত শুক্রবার মধ্যরাতে আকস্মিক জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেন এরশাদ। এর মাত্র ১৮ ঘণ্টার মাথায় গতকাল শনিবার বিকেলে বিরোধী দলের উপনেতা পদ থেকেও তাকে অব্যাহতি দিয়েছেন বিরোধীদলীয় নেতা এরশাদ। গণমাধ্যমে পাঠানো এক সাংগঠনিক নির্দেশনায় এ অব্যাহতির কথা জানান এরশাদ। এই সময় তিনি স্ত্রী রওশন এরশাদকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে মনোনীত করেন। এর মধ্য দিয়ে জাপায় সেই পুরনো গৃহবিবাদ আবারও শুরু হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মহাসচিবের পদ থেকে এবিএম রুহুল আমিন হাওলাদারকে বাদ দেওয়ার মধ্য দিয়ে এরশাদের জাপায় শুরু হয় অস্থিরতা।

এই অস্থিরতায় নতুন মাত্রা যোগ হয় শুক্রবার মধ্যরাতে জিএম কা?দে?রের অপসার?ণকে কেন্দ্র করে।

সাংগঠনিক নির্দেশে এরশাদের উদ্ৃব্দতি দিয়ে আরও জানানো হয়, এর আগে এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে পার্টির ভবিষ্যৎ উত্তরাধিকারী ঘোষণা করেছিলেন। এরশাদের অবর্তমানে পার্টির সকল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জি এম কাদেরকে দি?য়ে?ছি?লেন এরশাদ। কিন্তু জিএম কাদের তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে সংবাদ বিজ্ঞ?প্তিতে জানান জাপা চেয়ারম্যান।

কো-চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে গোলাম মোহাম্মদ কাদের শুক্রবার রাতে বলেন, আমার কাছে বিষয়টি অবিশ্বাস্য মনে হচ্ছে। কারণ বৃহস্পতিবার রাতে আমাকে এরশাদ সাহেব বলেছিলেন, তুমি খুব ভালো করছো। আমি তো আর বেশি দিন বাঁচব না, তুমি দলটাকে বাঁচিয়ে রেখো। আমি জানি তা তুমি পারবে। তবে শনিবার বিকেলে উপনেতার পদ থেকে অব্যাহতির বিষয়ে জিএম কাদেরের বক্তব্য পাওয়া যায়নি।

জাপার সূত্র নিশ্চিত করেছে, গতকাল শনিবার সকালে প্রায় সাড়ে তিন ঘণ্টা বারিধারার প্রেসিডেন্ট পার্কে অবস্থান করেও ভাই এরশাদের সাক্ষাৎ পাননি জিএম কাদের। এই সময় জিএম কাদেরের সঙ্গে মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁও ছিলেন।

প্রধান বিরোধী দল জাপার অভ্যন্তরীণ সাম্প্রতিক অ?স্থিরতার বিষ?য়ে দলের নেতারা বক্তব্য দি?তে রা?জি হন?নি। ক?য়েকজন নেতা এ রদবদল?কে এরশাদের স্বভাবগত বৈশিষ্ট্য বলেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকেই জাপায় অ?স্থিরতা চল?ছে। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে দলের কয়েকজন শীর্ষনেতার বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ওঠাকে কেন্দ্র করে জাপায় ছিল বি?ভেদ। রুহুল আমিন হাওলাদারকে বাদ দিয়ে হুট করে মসিউর রহমান রাঙ্গাঁকে মহাসচিব করা হয়।

পার্টিতে জিএম কাদের সমর্থকদের অভিযোগ, এরশাদকে ভুল বুঝিয়ে জিএম কাদেরবিরোধী সিনিয়র নেতারা এ কাজ করেছেন। তা?দের চাওয়া?তেই রওশন ফিরেছেন।

ত?বে জাপার প্রে?সি?ডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, কে কোন পদে থাকবে তা এরশাদ সাহেব ভালো বলতে পারবেন। কেন জিএম কা?দের?কে সরিয়ে দেওয়া হলো তা এরশাদই ভালো জানেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST