দুই দিনের সরকারি সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তানে এসেছেন। রোববার রাতে পাকিস্তান পৌঁছান তিনি। এ সময়
সালমানকে অভ্যর্থনা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গান স্যালুট দেয়ার পর যুবরাজকে বহনকারী গাড়িটি পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেই চালিয়ে নিয়ে যান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা’র এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, পাকিস্তানে যুবরাজের থাকার জন্য নির্ধারিত হয়েছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। সেখানে পৌঁছানোর পরে পাকিস্তানের পক্ষ থেকে গার্ড অব অনার দিয়ে যুবরাজকে সম্মানিত করা হয়।
সৌদি যুবরাজের এ সফর দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কেরই প্রতিচ্ছবি হয়ে উঠছে। আর এ সফরের মাধ্যমে যুবরাজের দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শুরু হয়েছে। সফরের প্রথম দিন রোববার পাকিস্তানের সঙ্গে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের চুক্তি স্বাক্ষরও করেন যুবরাজ।
বিশ্লেষকরা বলছেন, ২০১৫ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের পর যুবরাজের এ আগমনকে সবচেয়ে বড় রাষ্ট্রীয় সফর হিসেবে আখ্যায়িত করছে ইসলামাবাদ।