জিপি ডেস্ক ॥মালয়েশিয়ায় সাবেক বান্ধবীকে মারধর করার দায়ে এক বাংলাদেশি যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গত সোমবার এ রায় ঘোষণা করা হয়।
সাজাপ্রাপ্ত বাংলাদেশির নাম শহিদুল ইসলাম (২২)। অভিযোগ অনুযায়ী, শহিদুল ইসলামের সাবেক বান্ধবীর নাম নূর জাওয়াতি জয়নাল আবেদিন। গত ৭ ফেব্রুয়ারি কুয়ালালামপুরের ট্রপিকানা সিটি মলে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরি দিয়ে তাঁর মুখে আঘাত করেন শহিদুল। ঘটনার দিনই শহিদুলকে গ্রেপ্তার করা হয়। রায়ে আদালত বলেছেন, গ্রেপ্তারের দিন থেকে তাঁর সাজা কার্যকর হবে।