ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। নীলফামারী জলঢাকার পৌরসভায় নোভা বিজয়ী নীলফামারীর জলঢাকা উপ-নির্বাচনে বিএনপি প্রার্থির পক্ষে প্রচারণা, এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবািদকের নামে থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩
চট্টগ্রামে কোটি টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

চট্টগ্রামে কোটি টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

চট্টগ্রাম প্রতিবেদক,
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ৩৮ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।শুক্রবার (১৬) এপ্রিল দিবাগত রাতে উপজেলার হাসমতের দোকানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- ট্রাকচালক মো. আবুল হোসেন (৩২) এবং সহকারী (হেলপার) মো. মানিক মিয়া (২৯)।

র‍্যাব জানায়, কক্সবাজার থেকে ট্রাকযোগে বিপুল পরিমাণ ইয়াবা আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া হাসমতের দোকান এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। বিভিন্ন গাড়ি তল্লাশির একপর্যায়ে একটি ট্রাককে থামানোর সংকেত দিলেও সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে সেটি আটক করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা আনার কথা স্বীকার করে এবং নিজেরাই সিটের পেছনে লুকিয়ে রাখা ইয়াবা বের করে দেয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ‘গতকাল (শুক্রবার) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশে অভিযান চালিয়ে ৩৮ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক এক কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকা।’ গ্রেফতারদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST