ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে মহান মে দিবস পালিত নীলফামারীতে গচ্ছিত জামানত ও পি.এফ এর টাকা উদ্ধারের দাবীতে প্রোণ অফিস ঘেরাও। নীলফামারীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। নীলফামারী জলঢাকার পৌরসভায় নোভা বিজয়ী নীলফামারীর জলঢাকা উপ-নির্বাচনে বিএনপি প্রার্থির পক্ষে প্রচারণা, এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবািদকের নামে থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার
নীলফামারীতে পৈত্রিক জমি পুনরুদ্ধারের দাবিতে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

নীলফামারীতে পৈত্রিক জমি পুনরুদ্ধারের দাবিতে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের দুই ও ছয় নং ওয়ার্ডে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় জমি পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের ওয়ারিশগণসহ এলাকাবাসী।

শনিবার (২১ জানুয়ারী/২৩) দুপুরে নীলফামারী জেলা হিন্দু মহাজোটের আয়োজনে শহরের চৌরঙ্গী মোড় স্মৃতি অম্লান চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, নীলফামারী জেলা হিন্দু মহাজোটের সভাপতি জুয়েল রায়, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র রায়, সহ-সভাপতি মলয় কুমার রায়, বীরমুক্তিযোদ্ধা সুধাংশু রায়, এলাকাবাসী গোপাল চন্দ্র রায়, সুধির কুমার চৌধূরীসহ অনেকে।

বক্তারা বলেন, সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাটোয়ারী পাড়ায় শ্রী বিষ্ণু চন্দ্র রায় পৈত্রিক সূত্রে পান ১৩ শতাংশের মধ্যে ৪. ৬৩ শতাংশ জমি। সেই জমি একই গ্রামের অজো বালা জোরপর্বক নিজের বলে দাবী করেন। অথচ শ্রী বিষ্ণু চন্দ্র রায়ের দাদু শ্রী শশি ভুষন রায়ের নামে ১২৩৭, ১৬৩০ দাগ ও খতিয়ান- এস,এ নং-১৬৮ এবং বি,এস ১৮৬৩ রেকর্ড থাকা সত্ত্বেও ভুয়া ওয়ারীশন দেখিয়ে জমি দখল করেন তিনি।

তারা আরও বলেন, অপরদিকে ৬ নং ওয়ার্ডের কানিয়াল খাতা, চৌধূরী পাড়া এলাকার স্বার্গীয় নিশি কান্ত চৌধূরীর ছেলে শ্রী সুজিত কান্ত চৌধূরী (৩০) পৈত্রিক তফশীল বর্ণিত সম্পত্তি এস,এ খতিয়ান নং-৫৬৪, দাগ নং-৪৮৪০ এ ০৭ শতাংশ এবং ৪৮৪১ দাগে ১০ শতাংশে মোট ১৭ শতাংশ এর মধ্যে ৮.৫০ শতাংশ জমি পান। কিন্তু উক্ত সম্পত্তিতে ভূমিদস্যু মৃত আইন মামুদের ছেলে মোঃ আজিমুদ্দিন ও তার তিন ছেলেসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন ভুয়া দলিল তৈরি করে বেদখল দেওয়ার উদ্দেশ্যে চলতি বছরের গত ১৭ জানুয়ারী দুপুরে হাতে লাঠি সোটা নিয়ে বালু ভড়াট করে। তাই জমি উদ্ধারসহ ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগীর পরিবারসহ এলাকাবাসী।

জেলা হিন্দু মহাজোটের সভাপতি জুয়েল রায় তার বক্তব্যে বলেন, আমরা হিন্দু সম্প্রদায় প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। আমার সম্প্রদায়ের মানুষের উপর বার বার হুমকী আসে। তাদের সম্পত্তি বে-দখল হয়। এর তীব্র প্রতিবাদ জানাই। পরবর্তীতে আমার হিন্দু সম্প্রদায়ের মানুষের যদি কোন ক্ষতি হয় এর দায় কে নেবে? আমি জবাব চাই। সেইসাথে চেয়ারম্যানের ভুয়া ওয়ারিশন সনদ দেওয়া বন্ধ করতে হবে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST