ঘোষনা:
শিরোনাম :
নীলফামারী সদর উপজলোর মনোনয়ন যাচাই শেষ, এক চেয়ারম্যান প্রার্থির মনোনয়ন অবৈধ নীলফামারীতে মহান মে দিবস পালিত নীলফামারীতে গচ্ছিত জামানত ও পি.এফ এর টাকা উদ্ধারের দাবীতে প্রোণ অফিস ঘেরাও। নীলফামারীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। নীলফামারী জলঢাকার পৌরসভায় নোভা বিজয়ী নীলফামারীর জলঢাকা উপ-নির্বাচনে বিএনপি প্রার্থির পক্ষে প্রচারণা, এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবািদকের নামে থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে
‘এখানে যে বরাদ্দ পাবো,জলঢাকায় রেখে যাবো, পকেটে কিছু নিবো না’-এমপি রানা।

‘এখানে যে বরাদ্দ পাবো,জলঢাকায় রেখে যাবো, পকেটে কিছু নিবো না’-এমপি রানা।

জলঢাকা  (নীলফামারী) প্রতিনিধি ,  
‘মনোনয়নের সময় প্রধানমন্ত্রী শর্ত দিয়েছিলো উন্নয়ন কর্মকান্ডে ওনার ডান হাতের মত কাজ করতে হবে,দুর্নীতি করা যাবে না। আমি বলেছি মেজর রানা দুর্নীতি করবে না। নির্বাচনের পূর্বে অঙ্গীকার করেছি,এখানে যে বরাদ্দ পাবো,জলঢাকায় রেখে যাবো,পকেটে কিছু নিবো না।সে অঙ্গীকার আমি ভুলি নাই,ভুলতে পারবো না’-বৃহস্পতিবার দুপুরে জলঢাকার জিরো পয়েন্ট মোড়ে রাস্তার কাজের শুভ উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জাতীয় সাংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ) এমপি। এসময় তিনি মেয়র ফাহমিদ ফায়সাল কমেট চৌধুরীকে পৌর এলাকা পরিস্কার রাখার জন্য উপহার হিসেবে একটি ট্রাকের চাবি তার হাতে তুলে দেন। এসময় তিনি জনগণের উদ্দেশ্যে আরও বলেন,’আমি উন্নয়নের কর্মকান্ডের মধ্যে রাজনীতি সম্পৃক্ত করতে চাই না। যেভাবে হউক জলঢাকার উন্নয়ন চাই। আমি শুধুমাত্র আপনাদের কাছে দোয়া চাই’।
অনুষ্ঠানে জলঢাকা পৌরসভার মেয়র ফাহমিদ ফায়সাল কমেট চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা ও থানা ইনচার্জ মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আনছার আলী মিন্টু,সাবেক বোর্ড চেয়ারম্যান প্রোফেসর আহম্মদ হোসেন,উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ আব্দুল কাদের বুলু চৌধুরী,সাধারন সম্পাদক অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু,জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম,পৌর আ’লীগের সভাপতি আব্দুল মজিদ,উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের,আ’লীগের দপ্তর সম্পাদক ও কাঁঠালী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন,সৈনিক লীগ সভাপতি ও বালাগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন,উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক মহোশীন আলী,উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি নেতা দবিরুল হুদা,সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান বাবলু প্রমূখ।
সভা শেষে জলঢাকাবাসীর প্রাণের দাবি জলঢাকা জিরোপয়েন্ট মোড় হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে আউলিয়াখানার দোলাপাড়া পর্যন্ত রাস্তার কাজ লাল ফিতা কেটে শুভ উদ্বোধন করেন এমপি মেজর রানা।
উল্লেখ্য,পৌর শহরের জিরোপয়েন্ট মোড় থেকে স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ও ভঙ্গুর অবস্থায় পড়েছিল।এতে ভোগান্তির শিকার হচ্ছিলেন উপজেলার লাখো মানুষ।ভোগান্তির শিকার এসব মানুষ এক সময় শহরে মসৃন সড়কের আশা প্রায় বাদ দিয়ে দিয়েছিলেন। অতিষ্ট হয়ে উঠেছিলেন বিশাল জনগোষ্ঠী। এই সড়কটি পূণঃ নির্মানের উদ্বোধন করায় পৌরবাসীর ভেতর আশার সঞ্চার হয়েছে। এলাকার জনগনের ভেতর প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST