ঘোষনা:
শিরোনাম :
নীলফামারী সদর উপজলোর মনোনয়ন যাচাই শেষ, এক চেয়ারম্যান প্রার্থির মনোনয়ন অবৈধ নীলফামারীতে মহান মে দিবস পালিত নীলফামারীতে গচ্ছিত জামানত ও পি.এফ এর টাকা উদ্ধারের দাবীতে প্রোণ অফিস ঘেরাও। নীলফামারীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। নীলফামারী জলঢাকার পৌরসভায় নোভা বিজয়ী নীলফামারীর জলঢাকা উপ-নির্বাচনে বিএনপি প্রার্থির পক্ষে প্রচারণা, এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবািদকের নামে থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে
ইউনেস্কো ও বাংলাদেশ যৌথভাবে ‘মুজিববর্ষ উদযাপন’।

ইউনেস্কো ও বাংলাদেশ যৌথভাবে ‘মুজিববর্ষ উদযাপন’।

বিশেষ প্রতিবেদক ,
ইউনেস্কো ও বাংলাদেশ যৌথভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করবে ব‌লে‌ছেন,প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ।বুধবার রা‌তে গণভবনে অনুষ্ঠিত ‘মুজিববর্ষ উদযাপন’ প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। তি‌নি ব‌লেন, আগামী ৮ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের একশ দিনের কাউন্ট-ডাউন শুরু হবে। ‘মুজিববর্ষ উদযাপন’ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ‘জাতির পিতার জন্মশতবার্ষিকী’ উদযাপনে গঠিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘গত ২৫ নভেম্বর প্যারিসে ইউনেস্কো সদরদফতরে অনুষ্ঠিত সংস্থাটির ৪০তম সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশের সঙ্গে ‘মুজিববর্ষ’ উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয়, ২০২০ সালের ১৭ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনীপর্ব অনুষ্ঠিত হবে। আগামী ৮ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের একশ দিনের কাউন্ট-ডাউন শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বিভাগ ও জেলা-উপজেলা পর্যায়ের এই কাউন্ট-ডাউনের উদ্বোধন করবেন।
সভার শুরুতে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী প্রেজেন্টেশন উপভোগ করেন।’ এ সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন বলেও তিনি জানান।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST