রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডোমারে অভিযান চালিয়ে ৩জুয়ারীকে আটক করেছে ডোমার থানা পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সোমবার (২মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার এএসআই ফারুক ও শাকিল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোমনাতী ইউনিয়নের পূর্ব আমবাড়ী নামাজি পাড়া এলাকার শ্যালো মেশিনের ঘড় থেকে জুয়া খেলার সময় তাদের আটক করে। আটককৃতরা হলেন, পূর্ব আমবাড়ী নামাজি পাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৪২) ময়েজ উদ্দিনের ছেলে রশিদুল ইসলাম (৪৫) আবুজ উদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৪০)।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় মাদক, জুয়া ও বাল্য বিবাহ প্রতিরোধে অভিযান অব্যহত আছে। মঙ্গলবার সকালে তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।