জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধি,
নীলফামারীর জলঢাকায় মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে পীরগঞ্জ ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে জলঢাকা ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ এ ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা অমীমাংসিত ভাবে শেষ হওয়ায় খেলা গড়ায় ট্রাইবেকারে।শুক্রবার বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।খেলা শুরুর ৬ মিনিটের মাথায় প্রথম গোল করে পীরগঞ্জ ফুটবল একাদশ। দ্বিতীয় অর্ধেক জলঢাকা ফুটবল দল গোল করলে ১-১ গোলে সমতায় খেলা শেষ হয়।নির্ধারিত ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় টাইব্রেকারে ৬-৫ গোলে জয় পায় জলঢাকা ফুটবল একাদশ। এ খেলা দেখতে ফুটবল প্রেমী হাজারো দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো। জলঢাকা উপজেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হচ্ছে।