সৈয়দপুর (নীলফামারী ) প্রতিনিধি,
তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের ধটনায় ধর্ষককে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। আজ সোমবার বিকাল ৫টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাগডোকরা গ্রামে ঘটনাটি ঘটে। এলাকাবাসী ধর্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।জানা গেছে, ওই এলাকার মৃত. মফার উদ্দিনের ছেলে মতির মোড় এলাকার হোটেল ব্যবসায়ী আজহার (৪৫) একই এলাকার এক বুদ্ধি প্রতিবন্ধি তৃতীয় শ্রেণির ছাত্রীকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও হোটেলের খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করে আসছিল। আজ সোমবার দুপুরে ওই ধর্ষক ছাত্রীটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের উদ্দেশ্যে ওই ছাত্রীর বাড়িতে আসলে এলাকাবাসী টের পায়। হাতে নাতে তাকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশকে খবর দিলে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান ধর্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বুদ্ধিপ্রতিবন্ধি শিশুকে ধর্ষণের কথা স্বীকার করে ধর্ষক। থানায় মামলা প্রক্রিয়া চলছে।