ঘোষনা:
শিরোনাম :
প্রতিষ্ঠার পর থেকেই সাফল্যের সাথে কাজ করছে ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামার। সৈয়দপুরে সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দরে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ সৈয়দপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত নীলফামারীতে জেলা মহিলা আওয়ামীলীগের মানববন্ধন অভিযোগ সত্ত্বেও নির্বাচনী ফল মেনে নিলেন প্রার্থীরা নীলফামারীতে শিক্ষার্থীদের শব্দ সচেতনতামুলক প্রশিক্ষণ হলুদ সাংবাদিকতা রোধে তালিকা করা হচ্ছে; প্রেস কাউন্সিল চেয়ারম্যান নীলফামারীতে সার্বিক আইন-শৃঙ্খলা ডিউটি পরিদর্শন করেন পুলিশ সুপার নীলফামারীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন ও অর্থদন্ড অবরোধকালে চট্টগ্রাম সিটি গেট এলাকায় গাড়ি ভাংচুর, সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ, আটক ১০
পুলিশই হতে চেয়েছিলাম। হয়েছি।পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক কর্মকর্তা আমেনা বেগম

পুলিশই হতে চেয়েছিলাম। হয়েছি।পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক কর্মকর্তা আমেনা বেগম

শাহনাজ সিদ্দিকী স্টাফ রিপোর্টার,

পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা আমেনা বেগম বলেন, ‘পুলিশই হতে চেয়েছিলাম। হয়েছি। একাগ্রতা নিয়ে নিজের কাজ করি। মানুষকে সেবা দিই।’স্বপ্নজয়ী নারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার আমেনা বেগম জানিয়েছেন তার জীবনের স্বপ্নপূরণের গল্প। গ্রামপোস্টকে জানান পুলিশই হতে চেয়েছিলেন তিনি। আমেনা বেগম বলেন,‘কর্মক্ষেত্রে প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবেলা করি। এ পেশা চ্যালেঞ্জের। তবে কাজের মাধ্যমে এগিয়ে যেতে হয়।’ কর্মজীবনে দক্ষতার পরিচয় দিয়ে ২০১৫ সালে পেয়েছেন পুলিশের সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)-সেবা’। এ বছর কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ‘আইজি গুড সার্ভিস মেডেল’।২০ বছর চাকরি জীবনে কাজ করেছেন দেশের বিভিন্ন জায়গায়। পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেছেন রাঙামাটি ও নরসিংদী জেলায়। সিএমপির উপ-কমিশনার (উত্তর) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।আন্তর্জাতিক নারী পুলিশের বার্ষিক সম্মেলন এশিয়ান ওমেন পুলিশ কনফারেন্সে কো-অর্ডিনেটরের দায়িত্বও পালন করেন আমেনা বেগম।পূর্ব তিমুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন তিনি। নিজের হাতেই সামলান সংসার। ব্যবসায়ী স্বামী ও এক কন্যা সন্তান নিয়ে তার পরিবার। পুলিশে কাজ করা অবশ্যই চ্যালেঞ্জিং তবে আজকাল নারীরা চ্যালেঞ্জ নিতে মোটেও পিছপা হয় না। তিনি চান আরও বেশি সংখ্যক নারী সদস্য আসবে, নিজেদের নিরাপত্তার সঙ্গে সঙ্গে প্রিয় দেশের নিরাপত্তা রক্ষায় কাজ করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে আমেনা বেগম ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST