রতন কুমার রায়-স্টাফ রিপোর্টার,
নীলফামারীর ডোমারে ছোট ভাইয়ের সেচ পাম্পের সংযোগ তারে জড়িয়ে থাকা বাছুঁর বাচাঁতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃত ওবায়দুল উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী ইউনিয়নের নয়াবাড়ী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ও সেচ পাম্প মালিক আব্দুল আউয়ালের বড় ভাই।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় ওবায়দুল বাড়ীর পাশে বের হয়ে দেখেন পাটক্ষেতে একটি বকনা বাছুঁর মাটিতে ছটফট করছে। বাছুঁরটিকে উদ্ধার করতে গিয়ে নিজেই পূর্বে থেকে ঝড়ে ছিঁড়ে পড়ে থাকা সেচ পাম্পের তারে জড়িয়ে পড়ে।
বাছুঁরটি ঘটনাস্থলে মৃত্যু হলেও প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। ওবায়দুলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।