আব্দুল মোমিন।
নতুন যুদ্ধের এসেছে ডাক
নেই যেন মৃত্যুভয়!
দেশপ্রেম ও মানুষের প্রতি ভালোবাসায়
নিজের জীবন বাজি রেখে ঝাপিয়ে পড়েছে
অকুতোভয়, দুঃসাহসী বাংলাদেশ পুলিশ।
সেবার ঝাণ্ডা ধরে, এক সাথে ঐক্যবদ্ধ হয়ে ,
ভয়হীন ভাবে ঝাপিয়ে পড়েছে করোনা যুদ্ধে ,
নিশ্চিত শুনব একদিন বিজয়ের ধ্বনি।
বাংলাদেশ পুলিশের করোনার যুদ্ধের কথা
বাঙ্গালী জাতি মনে রাখবে চিরকাল।
দ্বিতীয় মুক্তিযুদ্ধে তোমরা পাবে,
বীর মুক্তিযোদ্ধার সন্মান ।
মরব জানি, তুবুও নেই কোন ভয়
করোনা যুদ্ধে মানবসেবায় জানি রুখে দিবে,
দেশের প্রতি ভালোবাসায়
করোনা যুদ্ধে মৃত্যুভয়।
অসহায় মানুষের পাশে থেকে মৃত্যুকে করবে জয়!
আল্লাহ্ বুকে নিয়ে সাহসে বাঁচাবে
করোনা করুণাতে নয়।
মৃত্যুভয় দূরে ফেলে, রেখেছ মানবিকতা
বাংলাদেশ পুলিশকে জানাই -স্যালুট সবার!
বাঙ্গালী জাতি আজিবন মনে থাকবে
পুলিশের প্রতি নির্ভীক কর্মের সম্মান।
ভয় নেইরে অকুতোভয় দুঃসাহসী সৈনিক
করোনা যুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদান
ভুলে যাবো না আমরা কোনদিন।
কবিঃ- সম্পাদক ও প্রকাশক- দ্বীপ্তমান বাংলাদে।
সভাপতিঃ দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা।