মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি ,
ঘূর্ণিঝড় আস্ফানের রেশ কাটতে না কাটতেই রবিবার রাতে আকস্মিক বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে নীলফামারীর, কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে আধা পাকা, কাচাঁ বাড়ি, দোকানপাট, , বিভিন্ন মৌসুমী ফলসহ গাছপালা লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ সোমবার সরেজমিনে দেখা যায়, রবিবার রাত সাড়ে ১০ টায় অল্প কয়েক মিনিটের মধ্যে প্রকৃতিতে ঝড়ো বাতাস সহ ঘুটঘুটে অন্ধকার নেমে আসে শুরু হয় কালবৈশাখী ঝড়ের তান্ডব। মানুষ দিকবিদিক ছোটাছুটি করে বিভিন্ন দোকানপাটের ছাউনি, বিল্ডিং এর কার্নিশ এর নিচে আশ্রয় নিয়েছেন। এরোই মাঝে গাছের ডালপালা, বিদ্যুতের তার ছিঁড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। রাতেই বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা লোকজন রাস্তায় পরিত্যক্ত গাছগুলো নিয়ে যায়। কিশোরগঞ্জ সদর ইউনিয়নের যদুমনি গ্রামের আমাদের অর্থনীতির সাংবাদিক মিজানুর রহমান বলেন, কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক কাঁচা ও টিনের চালা বিশিষ্ট ঘর বাড়ি,, গাছ পালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেইসাথে আমার পিতার আধা পাকা বাড়ি ঝরে বিধ্বস্ত হয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি উপড়ে পরে তার ছিড়ে গিয়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। এ ব্যাপারে উপজেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মোঃ আবু হাসনাত সরকার বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ চলছে।