মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ,
নিলফামারীর, কিশোরগঞ্জ উপজেলাধীন উন্নয়নমূলক অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে উপজেলার পাঁচটি ইউনিয়নে মধ্য ৩৬৯ টি কর্মহীন দরিদ্র- অতি দরিদ্র পরিবারের মাঝে ১১লক্ষ ৭ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। আর প্রতিটি পরিবারের মাঝে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেন তিন হাজার টাকা করে। আজ সোমবার সকালে বাহাগিলী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ওই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলুর সভাপতিত্বে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় তিনি বলেন, সংস্থাটি যেকোনো দুর্যোগে অসহায় দুঃস্থ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে । তারা শুধু জনগণ বিভিন্ন সাহায্য -সহযোগিতা দেয় কিন্তু এখান থেকে কিছুই নিয়ে যায় না। ওয়ার্ল্ড ভিশন সংস্থাটি যেন দুস্থ অসহায়দের মাঝে আশার আলো হয়ে দাঁড়িয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন , মিন্টু বিশ্বাস, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি তফুর আলী,জয়নাল আবেদীন প্রমুখ।