মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার,
করোনা ভাইরাস সংক্রমণে নীলফামারী জেলায় নতুন করে আরও ২ জন শনাক্ত হয়েছে।রবিবার(২১ জুন) সন্ধ্যা ৭টায় সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে ১৪ জুনের প্রেরিত ৩১টি নমুনার রির্পোটে এ তথ্য পাওয়া গেছে।
২ জন নতুন করোনা পজেটিভের মধ্যে নীলফামারী পৌরসভার বাড়াইপাড়ায় একজন(৫৮) ও সদর উপজেলার চাপড়া সরঞ্জামী ইউনিয়নের হাজিপাড়া গ্রামের একজন (২৯)। এছাড়াও ফলোআপ রির্পোটে ডোমার উপজেলার এক নারী পূর্ণরায় করোনা পজেটিভ এসেছে।
সূত্র মতে, পূর্বের শনাক্ত সহ এ নিয়ে গোটা জেলায় সর্বমোট করোনা শনাক্ত হলো ২৯৭ জন। এর মধ্যে নীলফামারী সদরে ৯৩, জলঢাকা উপজেলায় ৫৭, ডিমলা উপজেলায় ৪৭, সৈয়দপুর উপজেলায় ৪০, ডোমার উপজেলায় ৩৪ ও কিশোরীগঞ্জ উপজেলায় ২৬ জন। মৃত্যু বরন করে ৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৪৩ জন।