ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীর জলঢাকায় শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন,উন্নয়ন সমানভাবে করা হবে, নীলফামারীতে শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতা নীলফামারীর ডিমলায় জমি দখল-নিরুপায় স্কুল শিক্ষিকা নীলফামারীর নীলসাগরে পাখিদের আবাসস্থলসহ খাবার করেছেন জেলা প্রশাসক রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু।
হত্যা মামলায় সাবেক এমপি রানার জামিন

হত্যা মামলায় সাবেক এমপি রানার জামিন

সাবেক সাংসদ আমানুর রহমান খানসাবেক সাংসদ আমানুর রহমান খান
হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা এক মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের নেতা শামীম ও মামুন হত্যা মামলায় আজ এ জামিন দেন আদালত। তবে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় জামিন আবেদনের ওপর শুনানির জন্য আগামী সোমবার পর্যন্ত সময় নিয়েছে রাষ্ট্রপক্ষ।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, একটি মামলায় হাইকোর্ট আমানুর রহমান খান রানাকে ছয় মাসের জামিন দিয়েছেন। হাইকোর্টের এ জামিন আদেশের বিষয়ে আমরা আপিল বিভাগে আবেদন করব। এ ছাড়া মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায়ও জামিন আবেদন কার্যতালিকায় রয়েছে। সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ আবেদনের শুনানি জন্য আগামী সোমবার (১১ মার্চ) দিন ধার্য করে দিয়েছেন আদালত।

আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তৎকালীন সাংসদ রানা ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠান টাঙ্গাইলের বিচারিক আদালত। এ মামলায় ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি রানা, তাঁর তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর একই বছরের ৬ সেপ্টেম্বর এই ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের মাধ্যমে বিচার শুরু করেন আদালত। বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST