ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন
নীলফামারী চাঁদের হাট ডিগ্রি কলেজের সুনাম ছারিয়েছে দেশব্যাপি।

নীলফামারী চাঁদের হাট ডিগ্রি কলেজের সুনাম ছারিয়েছে দেশব্যাপি।

ফাইল ছবি।

স্টাফ রিপোর্টার,
নীলফামারী সদরে ছায়াঘেরা প্রকৃতির মনোরম পরিবেশে গড়ে উঠেছে চাঁদের হাট ডিগ্রি কলেজ। অধ্যক্ষ শহিদুল ইসলামের সহপাঠিরা যখন পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছিল তখন শহিদুল ইসলাম তার গ্রামের অসহায় মানুষের ছেলে-মেয়েদের কথা চিন্তা করেন।কি ভাবে কম খরচে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে। সে চিন্তা মাথায় নিয়ে প্রতিষ্ঠা করেন চাঁদের হাট ডিগ্রি কলেজ। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শহিদুল ইসলামের প্রানপন চেষ্টায় বর্তমানে কলেজ থেকে ডিগ্রি ও অনার্স কোর্স চালু করা হয়েছে। বর্তমানে সেই কলেজটি গ্রামের গন্ডি পেড়িয়ে জেলায় অর্জন করেছে যথেষ্ঠ সুনাম।উক্ত কলেজের ২০-২১ শিক্ষা বর্ষে বোর্ডের নির্ধারিত টাকায় ভর্তি করানো হয়।মানবিক বিভাগের ভর্তিকৃত শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ (রোল:১২৮) এর সাথে কথা হলে তিনি জানায়, আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভাল না।আমার পরিবার ভর্তির পুরো ফি দিতে পারছে না তখন অধ্যক্ষ স্যারকে একটা আবেদন দেওয়াতেই তিনি ১০০০ টাকা মওকুফ করে দেন। বানিজ্য শাখার অপর এক শিক্ষার্থী সেতারা আক্তার (রোল:২৪) জানায়, আমি টাকার অভাবে ভর্তি হতে পারছিলাম না। অধ্যক্ষ স্যার নিজে আমাকে ১৫০০শত টাকা দিয়ে কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দেন। বিজ্ঞান শাখার শিক্ষার্থী সুমাইয়া আক্তার একই অনুভুতি প্রকাশ করেন।২০-২১ শিক্ষা বর্ষে গরীব অসহায়,প্রতিবন্ধি ৩৫ জনকে  পাঁচশত থেকে পনেরোশত টাকা কলেজের দরিদ্র তহবিল থেকে ভর্তি  বাবদ আর্থিক সহায়তা প্রাদান করা হয়। গত বছর ৪২ জনকে সহায়তা প্রাদান করা হয়।সুনামেের  সাথে গত বছর এইস এস সি পরীক্ষায় দুই শত বিশ জন পাস করে। কলেজের রোভার স্কাউটসে ২০২০ সালের ২৫ থেকে ২৯ ফেব্রুয়ারির ক্যাম্পে পুরস্কৃত হয় রোভাররা।কলেজটির পোশাক  পড়ে আশা বাধ্যতামুলক।টাকা না থাকলে দরিদ্র তহবিল থেকে  আর্থিক সহায়তায় পোশাক বনানোর বিধান রেখেছেন কলেজ কর্তৃপক্ষ।চাঁদের হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম বলেন, দীর্ঘ ২৬ বছরের অক্লান্ত পরিশ্রমের ফল আজকের এই কলেজ।যাতে এলাকার ছেলে মেয়েরা কম খরচে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। এছাড়াও  শিক্ষাবিদ হিসেবে মাদারতেরেছা ও ড,মোঃ শহীদুল্লাহ এ্যাওয়াডে ভুশিত হন কলেজটির অধ্যক্ষ।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST