কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি ॥
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা দর্জিপাড়া গ্রামে মঙ্গলবার রাতে মাদ্রাসার ছাত্র আব্দুল আলিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুশা চেয়ারম্যান পাড়া গ্রামের তহিদুল ইসলাম ওরফে কালু মামুদের ছেলে।
মূত্যুর পরিবার সূত্রে জানা গেছে,রুহুল আমিন উত্তর দুরাকুটি হাড়িবেচা পাড়া হযরত আবু হানিফা হাফেজিয়া ও ইয়াতিম খানা মাদ্রাসার কেতাব বিভাগের ছাত্র কয়েকদিন আগে ওই মাদ্রাসা থেকে উত্তর চাঁদখানা দর্জিপাড়া গ্রামে নানার বাড়ীতে বেড়াতে আসে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় আব্দুল আলিম তার নানার শয়ন ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ ঘটনার বিষয় নিশ্চিত করেন।