নীলফামারী প্রতিনিধি,
চলতি অর্থ বছরের(২০১৯-২০২০) বাজেটে বিড়ির উপর সম্পুর্ণরুপে কর প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে বিড়ি ভোক্তা পক্ষ।
বৃহস্পতিবার দুপুরে(০৯মে) ডিমলা-রংপুর সড়কের লোকাল বাসস্ট্যান্ড এলাকায় নীলফামারী-০১ আসনের সংসদ সদস্যের বাসভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন বিড়ি ভোক্তা পক্ষ ডিমলা উপজেলা কমিটির সভাপতি জোবায়দুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক।
মানবববন্ধন শেষে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার বরাবর স্মারক লিপি প্রেরণ করেন আয়োজক সংগঠনের নেতারা।
স্মারকলিপিতে কর প্রত্যাহার ছাড়াও ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ষড়যন্ত্র বন্ধ, সিগারেটের দাম বৃদ্ধি এবং কোন সরকারী আমলা বিদেশী বহুজাতিক কোম্পানীর ডাইরেক্টর পদে না রাখার দাবী উল্লেখ করা হয়।
মানববন্ধনে বিড়ি ভোক্তা পক্ষ ডিমলা উপজেলা কমিটির সভাপতি জোবায়দুল ইসলাম জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে বিড়িতে কোন প্রকার কর ছিলো না, এখন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছেন সফলভাবে। এখোনো আমরা বিড়ির উপর কোন কর দেখতে চাই না।
তিনি অভিযোগ করেন, বিদেশী বহুজাতিক কোম্পানী ষড়যন্ত্র করে বিড়ির দাম বৃদ্ধি করে আমাদের জোড়পুর্বক সিগারেট ধুমপান করাতে চাচ্ছে।
‘সারাদেশে ভোক্তা পক্ষের এক শ্লোগান গরীব মানুষের বিড়ির দাম কমান’ শ্লোগানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।