ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবািদকের নামে থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের
কিশোরগঞ্জে চাড়ালকাটা-ধাইজান নদীর বুকে জেগে ওঠা চরে সবুজের হাতছানি

কিশোরগঞ্জে চাড়ালকাটা-ধাইজান নদীর বুকে জেগে ওঠা চরে সবুজের হাতছানি

স্টাফ রিপোর্টার,

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের কালুর ঘাটের সন্নিকটে নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের কোল ঘেঁষে বহমান চাড়ালকাটা নদীর করাল গ্রাসে হাজারও বিঘা জমি জলমগ্ন হয়ে পরে। আবারো নদী তার গতি পথ পরিবর্তন করায় তীরবর্তী এলাকা নবরুপে সেজে ওঠা পলি ও দোআঁশ মাটির সংমিশ্রনে জেগে উঠা চর এখন আবাদি জমিতে রুপ নিয়েছে।

সেই বিস্তীর্ণ নদী বিধৌত চর এখন শস্য ভ’মিতে পরিণত হয়ে কৃষকেরা থরে থরে চাষাবাদ করছেন দামি ফসল আলু , ভুট্রা, গম, সরিষা, পেয়াজ, রসুন, সাথী ফসল করলা, চিচিঙ্গা, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ধরনের বাহারি সব শীতের সবজি।

ফলে বেড়েছে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকান্ড। উৎপাদিত ফসল স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন জেলা শহরে। এ চরে উৎপাদিত আলু,পেয়াজসহ অন্যান্য ফসলের বাম্পার ফলন, ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। ঘুরে দাঁড়ানো এ জনপদের মানুষ অর্থনৈতিক ভাবে হচ্ছেন অনেকেই স্বাবলম্বী এবং আর্থসামাজিক প্রেক্ষাপটে এনেছেন আমূল পরিবর্তন।

বর্তমানে চাড়াল কাটা, ধাইজান নদী তার গতি পথ পরিবর্তন করে খুইয়ে যাওয়া জমি আবারো মাতৃরুপে ফিরিয়ে দিয়েছেন গ্রামীন অববাহিকার কৃষকের মাঝে।চাড়াল কাটা ও ধাইজান নদীর মমতাময়ী আচঁল ঘেরা পলি-দোআশেঁ পরিপূর্ণ মাটিতে চাষাবাদ করে কৃষাণ-কৃষাণীরা সবুজ বিপ্লবের হাতছানিতে প্রাণের স্পন্দনে টইটুম্বুর।

সরেজমিনে উপজেলার চাড়ালকাটা ধাইজান নদীর তীরবর্তী এলাকা ঘুরে দেখা গেছে, নিতাই ডাঙ্গা পাড়া,পুটিমারীর কালিকাপুর, কিশোরগঞ্জ সদরের কেসবা যদুমণি, উত্তর দুরাকুটি, দক্ষিন বাহাগিলী, গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীর কোল ঘেঁষে জেগে উঠা অসংখ্য চরে দিগন্তজুড়ে ফসলি জমি সবুজ সম্ভার ও মায়া ছড়ানো সৌন্দর্য হাত ছানি দিয়ে ডাকে। নদীর বুকে ফসলের চাষাবাদ এবং নয়নাভিরাম সবুজের সম্ভার দেখে মনে হয় না যেন এটা কোন চর এলাকা।

নদী এলাকায় অনেক হত দরিদ্র পরিবার শুষ্ক মৌসুমে মরা গাঙ্গে ইরি- বোরো ধান চাষাবাদ করে তিন/চার মাসের খাদ্য সংস্থানের জন্য বীজতলা পরিচর্যা,জমি প্রস্তত করনে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক আব্দুল মালেক, আব্দুল আজিজ জানান, গত কয়েক বছর থেকে জেগে ওঠা চরএখন উর্বর ভ’মিতে পরিণত হয়ে তিন/চার ফসলি জমিতে রুপ নেওয়া এখানে ফলানো হচ্ছে সোনার ফসল। এই চাড়ালকাটা চরে আবাদ করে আমাদের সংসারে স্বচ্ছলতা ফিরে এসেছে এবং শুরু হয়েছে কৃষক তথা কৃষি শ্রমিকের দিনবদলের পালা।

উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান জানান, উপজেলার বিভিন্ন এলাকায় জেগে ওঠা হাজার হাজার বিঘা চরের জমিতে নানান জাতের ফসলের চাষ হচ্ছে। এখানে আগাম আলু সহ অন্যান্য ফসল চাষাবাদ করে কৃষকেরা দিনদিন স্বাবলম্বী হচ্ছেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST