কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি ,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি বাজারে মহাসড়কে বুধবার রাত সাড়ে ৯টার দিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসান (৪০) সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরন করেন।
প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, শিক্ষক মাহমুদুল হাসান জলঢাকা-রংপুর মহাসড়ক হয়ে মটর সাইকেল যোগে বড়ভিটা থেকে গাড়াগ্রাম অভিমুখে আসার পথে সোনাকুড়ি বাজারে রাস্তায় দাড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।তিনি রনচন্ডি আবতাব উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বড়ভিটা মেলাবর মাদ্রাসা পাড়া গ্রামের নজিরুল্লাহর ছেলে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ ঘটনার বিষয় স্বীকার করে বলেন এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।