ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
নীলফামারী পুলিশ সুপার এর পদোন্নতি ও বদলিজনিত বিদায় সংবর্ধনা।

নীলফামারী পুলিশ সুপার এর পদোন্নতি ও বদলিজনিত বিদায় সংবর্ধনা।

মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোকলেছুর রহমান বিপিএম,পিপিএম কে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৭ আগস্ট/২২) দুপুরে নীলফামারী জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার আয়োজনে কার্যালয়ের কনফারেন্স রুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোকলেছুর রহমান বিপিএম,পিপিএম’ কে ফুল তোরা ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান জেলায় কর্মরত সাংবাদিকরা।

পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোকলেছুর রহমান জেলায় চাকুরিতে যোগদানের পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে টিম নীলফামারী গঠন করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। অনেক জটিল বিষয়কে সমাধান ও করেছে সহজেই।

পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোকলেছুর রহমান বলেন, মানুষ মানুষের জন্য, সর্বদা মানুষের সেবায় কাজ করতে হবে। দেশ ও জনগণের কল্যাণে নিজেকে উৎস্বর্গ করতে হবে। আমি সেভাবেই কাজ করতে চেষ্টা করেছি। নীলফামারী একটি শান্তিপূর্ণ জেলা। এই জেলায় চাকুরী করেন আমি অনেক গর্বিত। তাই আমি না থাকলেও টিম নীলফামারী সাধারণ মানুষের পাশে থাকবে বলে আমার বিশ্বাস।

এসময় নীলফামারী জেলা প্রেস ক্লাবের সভাপতি তাহমিম হক ববি, সাধারণ সম্পাদক রাব্বি প্রধান, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-ফারুক পারভেজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক আল-আমিন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি নূর আলম সিদ্দিকী,দৈনিকি বর্তমান কথা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হারুন উর রশিদসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST