ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
নীলফামারীতে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল।

নীলফামারীতে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল।

মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারী জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উৎসবমুখোর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের পদপ্রার্থীরা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর/২২) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাড. মমতাজুল হক ও সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

এছাড়াও মনোনয়ন পত্র দাখিন করেন সাধারণ সদস্য প্রার্থি মোঃ সাইদুর রহমান (এ্যাপোলো) ও সংরক্ষিত আসনের প্রার্থী নাসরিন আক্তার। এসময় জেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাহারুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান ২টি, সাধারণ সদস্য ২৬ টি এবং সংরক্ষিত মহিলা আসনে ১১ টি সহ মোট ৩৯ টি মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা হয় ৩৭ টি। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ৮৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখ্য- মনোনয়ন দাখিলের শেষে তারিখ ছিলো ১৫ ই সেপ্টেম্বর। যাচাই বাছাই ১৮ সেপ্টেম্বর। আপিল দায়ের ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST